পাম্প পরিচালনার নতুন সময়সূচী
“রাজশাহী মহানগরী এলাকায় সুষ্ঠু পানি সরবরাহ নিশ্চিতকরণের লক্ষে সকল উৎপাদক নলকূপ ও শ্যামপুরস্থ পানি শোধনাগারের ডেলিভারি পাম্প পরিচালনার সময়সূচী নিম্নরূপ নির্ধারণ করা হলো।
১ম সিফ্ট : সকাল ৬:৩০ ঘটিকা হতে দুপুর ১:৩০ ঘটিকা পর্যন্ত।
২য় সিফ্ট : দুপুর ১:৩০ ঘটিকা হতে সন্ধ্যা ৬:৩০ ঘটিকা পর্যন্ত।
উল্লেখ্য যে, ১১.১০.২০১৮ খ্রিঃ তারিখ হতে নতুন সময়সূচী অনুযায়ী উৎপাদক নলকূপ ও শ্যামপুরস্থ পানি শোধনাগারের ডেলিভারি পাম্পসমূহ পরিচালিত হবে।”
এ,কে,এম আমিরুল ইসলাম
উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌঃ)
রাজশাহী ওয়াসা, রাজশাহী।