ব্যবস্থাপনা পরিচালকের বার্তা
রাজশাহী মহানগরবাসির পানির চাহিদা পূরণের জন্য রাজশাহী ওয়াসা বিশুদ্ধ পানি সরবরাহের জন্য অঙ্গীকারাবদ্ধ। এ এলাকার ভূ-গর্ভস্থ পানিতে ম্যাঙ্গানিজ ও আয়রণের পরিমাণ তুলনামূলক বেশী থাকায় পানির হার্ডনেস বেশী। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে যাতে ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানি শোধন করে আরও বিশুদ্ধ পানি সরবরাহ করা যায় রাজশাহী ওয়াসা যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
রাজশাহী ওয়াসার প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ মিস্ত্রী ব্যতীত বাইরের অন্য কোন মিস্ত্রীকে দিয়ে অবৈধ/বেআইনী পানি সংযোগ নেয়া সমীচীন নয়। ওয়াসার পাইপ লাইন থেকে অদক্ষ মিস্ত্রী দিয়ে অবৈধ সংযোগ দেয়ার সময় পাইপ ছিদ্র করা ও সংযোগ দেয়া হলে মূল পাইপ কেটে ফেলে ও পাইপের জয়েন্টে ত্রুটি থেকে যায়। ঐ সব ত্রুটিপূর্ণ স্থানে লিক হয়ে ড্রেনের ময়লা, নোংরা পানি পাইপে প্রবেশ করে বিশুদ্ধ পানি দূষিত করে। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিষয়টি রোধে সচেতন নগরবাসির বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করছি।
রাজশাহী ওয়াসা কাক্সিক্ষত পরিমান পানির বিল গ্রাহকদের কাছ থেকে এখনও পাচ্ছে না। নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানের পূর্ব শর্ত হলো রাজস্ব আদায়ের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সুদৃঢ় করা। তাই নিয়মিত পানি বিল পরিশোধ করে ওয়াসার কার্যক্রম আরো জোরদার করা ও সেবার মান আরও উন্নত করার ব্যাপারে গ্রাহকগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে। মহানগরবাসির উল্লিখিত সহযোগিতা পেলে মহানগরীতে ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিশুদ্ধ পানি পাওয়া নিশ্চিত হবে।